চট্টগ্রাম চেস্‌ একাডেমি রেটিং দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ১২ মার্চ, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম চেস্‌ একাডেমির ৩য় ফিদে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্টের পুরস্কার বিতরণ গত ৯ মার্চ আগ্রাবাদ সিডিএ চট্টগ্রাম চেস্‌ একাডেমির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। চেস্‌ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিবউলইসলাম সাচ্চুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন বন্দর কর্মকর্তা হাবিবুর রসুল, উইলো ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল নাসিমা পারভীন, ন্যাশনাল মেরিটাউম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান, চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির সভাপতি শহীদুর রহমান, চেস্‌ একাডেমির পরিচালক মো. নুরুল আমিন, সুফিয়ান আশরাফ, তৌহিদুল করিম এবং অভিভাবক প্রতিনিধি সুজল কুমার দত্ত, সহকারী অধ্যাপক মো. আয়াস গাজী প্রমুখ। টুর্নামেন্টে ৬ খেলায় ৫.৫ পয়েন্ট পেয়ে আরভিন দেব চ্যাম্পিয়ন এবং সমান সংখ্যক খেলায় ৫ পয়েন্ট পেয়ে ট্রাইবেকের মাধ্যমে আবিদ মাহাদি সাদ রানারআপ হন। এছাড়া ফাইয়াজ চৌধুরী ৩য়, আয়াস আবদুল্লা খাজির বিন ৪র্থ, আফিফ নেওয়াজ ৫ম, .৫ পয়েন্ট পেয়ে আবরার উদ্দিন ৬ষ্ঠ এবং ৪ পয়েন্ট পেয়ে মুশফিকুর রহমান চৌধুরী ৭ম স্থান লাভ করেন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় তৌহিদা বেগম এবং সেরা ননরেটেড খেলোয়াড় তাসনিমুল মুজতবা রিজবী পুরস্কার লাভ করেন। ৫৭জন অনূর্ধ্ব ১৭ দাবাড়ুর অংশগ্রহণে টুর্নামেন্টে চীফ আরবিটার রাকিবউলইসলাম, ডেপুটি চীফ আরবিটার মো. নুরুল আমিন ও আসিফ মাহমুদ আরবিটার হিসাবে দায়িত্ব পালন করেন।

পূর্ববর্তী নিবন্ধআহম্মদ উল্লাহ স্মৃতি সংসদের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধআলকরণ সরকারি প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া