চট্টগ্রাম ক্রীড়াঙ্গনের প্রিয় মুখ প্রদীপ ভট্টচার্য আর নেই

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৫ মার্চ, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা দলের সাবেক ফুটবলার, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের অতি পরিচিত মুখ, দীর্ঘদিন ধরে সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা প্রদীপ ভট্টচার্য আর নেই। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের অতি প্রিয় মুখ প্রদীপ ভট্টচার্য একাধিকবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য ছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে, এক মেয়ে সহ অনেক আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। চট্টগ্রামের ফুটবলের উন্নয়নে তার যতেষ্ঠ ভূমিকা ছিল। তিনি একাধিকবার ফুটবল কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। একজন সাবেক ফুটবলার, দক্ষ ক্রীড়া সংগঠক হলেও সমাজের নানা স্তরে তার বিচরণ ছিল। একজন সাংস্কৃতিমনা মানুষ ছিলেন প্রদীপ ভট্টচার্য।

তার মৃত্যুতে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, সীতাকুন্ড উপজেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও ইউএনও, চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এস. এম.শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ..ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য কাউন্সিলর সাইফুল আলম খান, সরওয়ার মনি, যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু, চট্টগ্রাম মোহোমেডানের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, চট্টগ্রাম ক্লাব সমিটির আহবায়ক এডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সিজেকেএস কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, এনামুল হক, আছলাম মোরশেদ সহ চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে। একই সাথে শোকাহত পরিবার প্রতি সমবেদনা জানান।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টিতে বাদ পড়লেন বাবর-রিজওয়ান
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম জেলা দলের খেলোয়াড়দের রিপোর্টিং আজ