চট্টগ্রাম ক্রিকেট একাডেমির এক জরুরী সভা গত শুক্রবার বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ডাক্তার নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সিসিএ সহ-সভাপতি আলম চৌধুরী মিল্টন ও মোহাম্মদ নাসির খান, সাধারণ সম্পাদক সানু বিশ্বাস চন্দন। সংগঠনের প্রধান নির্বাহী সাইফুল্লাহ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিভিন্ন বিষয়ের উপর আলোচনায় অংশগ্রহণ করেন সিসিএ কর্মকর্তা আফজাল হোসেন, আসলাম হোসেন, আমীর বিন আব্দুল্লাহ, ঝুলন বৈষ্ণব, এডভোকেট রূপম রায়, ফয়জুল্লাহ সুমন প্রমুখ।
সভায় আগামী ডিসেম্বরের মধ্যে সি সি এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।