চট্টগ্রাম ক্রিকেটের দল বদলের প্রথম দিন ঠিকানা বদল করেছে ৬১ জন ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ৫ জানুয়ারি, ২০২২ at ১১:১২ পূর্বাহ্ণ

অবশেষে শুরু হয়েছে চট্টগ্রামের ক্রিকেটের দলবদল। গতকাল সন্ধ্যায় শুরু হয় এই দল বদল। প্রিমিয়ার ডিভিশন, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল বদল একসাথে শুরু হয়েছে গতকাল। প্রায় দুই বছর পর ক্রিকেট লিগ মাঠে গড়াতে যাওয়ায় ক্রিকেটারদের মাঝে ছিল বেশ উৎসাহ আর উদ্দীপনা। যদিও বিশেষ করে প্রিমিয়ার লিগের দল গুলো আগেই তাদের দল একরকম গুছিয়ে ফেলেছিল। গতকাল কেবল আনুষ্ঠানিকভাবে ক্রিকেটারদের নিজেদের করে নিয়েছে। চারদিনব্যাপি এই দলবদল কার্যক্রমের প্রথম দিনে ৬১ জন ক্রিকেটার তাদের ঠিকানা বদল করেছে। যার মধ্যে সবচাইতে বেশি ৯ জন ক্রিকেটারকে দলভুক্ত করেছে এফএমসি স্পোর্টস। তাদের দলে যোগ দেওয়া উল্লেখযোগ্য ক্রিকেটারের মধ্যে বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু। তিনি ইস্পাহানী স্পোর্টিং ক্লাব থেকে যোগ দিয়েছেন এফএমসিতে। এছাড়া জাতীয় লিগে খেলা সাদিকুর রহমান বন্দর ক্রীড়া সমিতি থেকে যোগ দিয়েছেন এফএমসিতে। এছাড়া গতকাল ৮ ক্রিকেটারকে দলভুক্ত করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৭ জনকে দলে ভিড়িয়েছে ইস্পাহানী এসসি, বন্দর ক্রীড়া সমিতি একাদশ দলে নিয়েছে ৬ জনকে, ব্রাদার্স ইউনিয়নে যোগ দিয়েছে ৫ জন ক্রিকেটার। আবাহনী দলে নিয়েছে ৫ জনকে। আর শহীদ শাহজাহান সংঘে যোগ দিয়েছে ৩ জন ক্রিকেটার। ব্রাদার্সে যোগ দিয়েছেন জাতীয় দলের স্পিনার নাঈম হাসান। তিনি আগের মৌসুমে খেলেছিলেন পাইরেটস অব চিটাগাংয়ে। এছাড়া বন্দর ক্রীড়া সমিতি একাদশ থেকে আবাহনীতে যোগ দিয়েছেন সাজ্জাদুল হক রিপন। গতকাল প্রিমিয়ার লিগে দল বদল করেছে সর্বোচ্চ ৪৬ জন। এছাড়া প্রথম বিভাগে ৬ জন, দ্বিতীয় বিভাগে ৫ জন এবং তৃতীয় বিভাগে ৪ জন ক্রিকেটার দল বদল করেছে। গতকাল দলবদলের প্রথম দিনে অংশ নেয়নি পাইরেটস অব চিটাগাং, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, সিটি কর্পোরেশন একাদশ এবং রাইজিং স্টার ক্লাব। প্রিমিয়ার লিগের ১২ দলের ৮টি গতকাল দল বদল কার্যক্রমে অংশ নিয়েছে। গতকালের প্রথম দিনের দল বদল কার্যক্রমে উপস্থিত ছিলেন সিজেকেএস সহ সভাপতি হাফিজুর রহমান, ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, ক্রিকেট কমিটির যুগ্ম সম্পাদক জি এম হাসান এবং শওকত হোসেন, সিজেকেএস নির্বাহী সদস্য আ.ন.ম. ওয়াহিদ দুলাল, মোহাম্মদ শাহজাহান প্রমুখ। আজ চলবে দ্বিতীয় দিনের মত দল বদল কার্যক্রম।

পূর্ববর্তী নিবন্ধএবাদতের বোলিংয়ের প্রশংসায় গিবসন
পরবর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৩৫.৭১ কোটি টাকা