ঢাকা–চট্টগ্রাম পাশাপাশি দুটি নাম। যেন দুই ভাই। অনেক কিছুতেই কেবল এ দুটি নাম জড়িয়ে। তাই দেশবাসীর চোখ চট্টগ্রামের দিকেও। দেশের এবং চট্টগ্রামের সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি বিস্তীর্ণ পার্বত্যাঞ্চলের সংস্কৃতি বেশ ভালোভাবেই দেশবাসী ও বিশ্ববাসীর কাছে তুলে ধরছে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্র। সন্তানদের লিখাপড়ায় বিঘ্ন সৃষ্টি হওয়ায় স্যাটেলাইট কানেকশন বিচ্ছিন্ন করি। এত বছর বিল্ডিং এর ছাদে আউটডোর এন্টিনা লাগিয়ে চট্টগ্রাম কেন্দ্রের টেরিস্ট্রিয়াল সম্প্রচার দেখছিলাম। কিন্তু কয়েকদিন যাবত বার বার সার্চ দেয়ার পর স্পষ্টভাবে কেবলই ঢাকা কেন্দ্র আসছে, চট্টগ্রাম কেন্দ্র মোটেই আসছে না। এ থেকে ধারণা করা যায়, দেশের কোথাও চট্টগ্রাম কেন্দ্রের টেরিস্ট্রিয়াল সম্প্রচার দেখা যাচ্ছে না। অনেক অঞ্চল টেরিস্ট্রিয়াল সম্প্রচারের উপর নির্ভরশীল। ঢাকার পাশাপাশি চট্টগ্রামের দিকেও তারা দৃষ্টি রাখতে চান। তাই চট্টগ্রাম কেন্দ্রের টেরিস্ট্রিয়াল সম্প্রচার চালু ও মেরামতের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
রুমী সিদ্দিকী
গোলাবাড়িয়া, সীতাকুণ্ড,
চট্টগ্রাম।