চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. জাকির হোসেনের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের নেতারা। গতকাল কাস্টম হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসোসিয়েশেনের নেতারা চট্টগ্রাম কাস্টম হাউস সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ, ভাইস চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন খান, পরিচালকদের মধ্যে মামুনুর রশিদ, খাইরুল আলম সুজন, এসএম এনামুল হক, মোহাম্মদ আসলাম, মোহাম্মদ রাশেদ, কফিল উদ্দিন আহমেদ, মো. এ এইচ এম কামাল ও কাস্টমসের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার ও উপ–কমিশনাররা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের পক্ষে চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ বন্দরের সাথে শিপিং এজেন্টদের দীর্ঘকাল যাবত পুঞ্জিভূত সমস্যা উপস্থাপন করেন।
সভায় জানানো হয়, কাস্টম হাউস ৭ দিন ২৪ ঘণ্টা খোলা রাখতে হবে। এর সুফল হতে হলে অন্যান্য সংস্থাকেও ৭ দিন ২৪ ঘণ্টা কার্যক্রম চালু রাখতে হবে। যেমন, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটি বিশেষ করে দুই ইদের ছুটিতে বিজিএমইএ ও বিকেএমইএ ও সংশ্লিষ্ট অন্যান্যরা তাদের কার্যক্রম ৭ দিন ২৪ ঘণ্টা হিসেবে চালু রাখলে এর সুফল পাওয়া যাবে। এছাড়া অ্যাসাইকুডাতে ডিজি কার্গোর আইজিএম সংশোধন, এমএলও কোড সহজীকরণ, দ্রুততার সাথে সময়মতো আমদানি পণ্যের নিলাম ও পচনশীল পণ্য যথা সময়ে ধ্বংস করা, বহিনোঙর কুতুবদিয়া আগমনের ২৪ ঘণ্টার মধ্যে শিপিং এজেন্ট, কাস্টম প্রতিনিধি ও সার্ভেয়ার সংশ্লিষ্ট ফাইনাল এন্ট্রিসহ নানা বিষয় কাস্টমসের কমিশনারের সাথে আলোচনা করেন বাংলাদেশ শিপিং এজেন্টস্ এসোসিয়েশনের নেতারা। কাস্টমস কমিশনার যোগ্য নেতৃত্ব এবং সময় উপযোগী নির্দেশনা ও সিদ্ধান্তের প্রেক্ষিতে সকল সমস্যার দ্রুত সমাধান হবে বলে শিপিং এজেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়।