চট্টগ্রাম কারাতে এসো’র প্রতিযোগিতা ও বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন

| শনিবার , ১৮ জানুয়ারি, ২০২৫ at ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কারাতে এসোসিয়েশন আয়োজিত সেলিনা আলম মেমোরিয়াল কারাতে প্রতিযোগিতা ও বেল্ট প্রদান অনুষ্টান গতকাল শুক্রবার বিকালে সিএমপি ইনডোর স্পোর্টস কমপ্লেঙে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক ই আযম বীর প্রতিক। তিনি তার বক্তব্যে বলেন কারাতে’কে আমরা বিশ্ব দরবারে নিয়ে যেতে চাই। আমি আশা করি কারাতের মাধ্যমে আপনারা বিশ্ব দরবারে দেশের সম্মান ও পতাকা তুলে ধরবেন। সেই লক্ষ্যে সবাইকে প্রশিক্ষকদের নির্দেশ মেনে নিয়মিত অনুশীলন করতে হবে। শুধু প্রশিক্ষনই খেলোয়াড়দের চুড়ান্ত সাফলতা এনে দিবে পারে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সাংবাদিক আবু মোশারফ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ ফেরদৌস আলী, এডিসি হেড কোয়ার্টার পংকজ দত্ত। বক্তব্য রাখেন চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক, ওয়াল্ড এন্ড এশিয়া কারাতে ফেডারেশন বিচারক ও রেফারি এবং প্রতিযোগিতার পরিচালক কাউসার আহামেদ। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খান চট্টগ্রাম কারাতে এসোসিয়েশনকে জেলা ক্রীড়া সংস্থায় অন্তর্ভুক্তি করার ব্যাপারে উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। পরে প্রধান অতিথি বেল্ক বেল্ট প্রাপ্ত ও প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পদক ও সনদ বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীর প্রথম জয়
পরবর্তী নিবন্ধতামিমের মেজাজ হারানোয় যা বললেন সাব্বির