চট্টগ্রাম কলেজ ২০০৪–২০০৫ শিক্ষাবর্ষ বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী উপলক্ষ্যে এক সভা ও গেট টু গেদার ৪ মে রাতে নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। এতে দেশের নানা প্রান্ত থেকে আসা বন্ধুরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়া, ছবি তোলা, সেল্ফি, আড্ডা, গল্প, নাচ এবং গানে মেতে উঠেন। প্রায় শতাধিক বন্ধু ও তাদের পরিবারের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পরবর্তী স্মৃতিচারণ, র্যাফেল ড্র পর্ব, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মো. কফিল উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ফোরকান, গোলাম সরোয়ার, মো. আবু তালেব, শাহনেওয়াজ রহমান, আবছার উদ্দীন রুবেল, সোহেল রানা, মোহাম্মদ হোসাইন, ইকবাল সালেহ, জসীম উদ্দীন মনসুরি, শাহনেওয়াজ লিংকন, আবুল কালাম আজাদ ও মুনির ভূঁইয়া। এ সময় বক্তারা বলেন, সত্যি আজ মনে হচ্ছে আমরা যেন কলেজ ক্যাম্পাসে ফিরে গেছি। প্রেস বিজ্ঞপ্তি।