চট্টগ্রাম কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের দুই নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে কলেজের লাইব্রেরির সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল বিকালে ছাত্রদল মিছিল নিয়ে চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে শোডাউন দিতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতিও হয়। এতে ছাত্রদলের দুইজন আহত হয়। আহতরা হলেন চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন আহ্বায়ক খোরশেদ আলম। তিনি ওই কলেজের গণিত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। আরেকজন সাকিব, তিনি কলেজের অনার্সের শিক্ষার্থী।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম আজাদীকে বলেন, চট্টগ্রাম কলেজের সামনে আমাদের কর্মীদের উপর অতর্কিত এই হামলা করা হয়। কে বা কারা এই হামলা করছে, সেটি আমরা এখনো জানি না। অনেকে বলছে শিবির হামলা করেছে, তবে আমরা সেটা মনে করি না। কারণ, একই ব্যানারে আমরা স্বৈরাচারবিরোধী আন্দোলন করেছি।
এই ঘটনার পর সন্ধ্যায় জামালখান ও ষোলশহর এলাকায় মিছিল করেছে ছাত্রদল। অপরদিকে চকবাজার এলাকায় গতকাল সন্ধ্যায় মিছিল করেছে শিবিরের নেতাকর্মীরা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম কলেজের সমন্বয়ক ইবনে হোসাইন আজাদীকে বলেন, সোমবার (গতকাল) বিকালে কিছু যুবক ছাত্রদলের স্লোগান দিচ্ছিল, সেখানে কিছু মহসিন কলেজের শিক্ষার্থীকে দেখেছি। বেশিরভাগকে ছাত্র বলে মনে হয়নি। এ সময় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না বললে তাদের সঙ্গে সাধারণ ছাত্রদের কথা কাটাকাটি হয়। তখন কয়েকজন আহত হয়। এতে আমাদেরও ৬–৭ জন আহত হয়েছে।
এদিকে, শেখ হাসিনা সরকার পতনের পর চকবাজার এলাকায় বিএনপির নাম দিয়ে দোকানে চাঁদা তোলা হচ্ছে বলে খবর পাওয়া যায়। ফুটপাতে দোকানও বসানো হয়েছে। ছাত্রলীগের জায়গায় ছাত্রদল চাঁদাবাজি করছে বলে অভিযোগ উঠেছে। তবে এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. সাইফুল আলম। তিনি বলেন, এটা মিথ্যা অভিযোগ। আমাদের কেউ এরকম করেনি। যদি এই ধরনের কোন অভিযোগ আমরা পাই সাথে সাথে ব্যবস্থা নেব। আর বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ এই ধরনের কর্মকাণ্ড করে থাকে আমরা সেটা শক্ত হাতে প্রতিহত করবো।