চট্টগ্রাম কলেজের আশপাশের ফুটপাত উচ্ছেদের দাবি ছাত্রলীগের

| রবিবার , ২ জুন, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কলেজ সংলগ্ন ফুটপাত দখলে নিয়ে অবৈধ দোকানপাট বসিয়ে সৌন্দর্য ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে একটি চক্র। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে স্মারকলিপি দিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ।

গত ৩১ মে রাতে নগরের বহদ্দারহাটস্থ মেয়রের বাসভবনে এ স্মারকলিপি প্রদান করে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মেয়র দ্রুত সময়ের মধ্যে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আশ্বাস দেন ছাত্রলীগ নেতাদের। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা মনির ইসলাম, জাহিদ হাসান সাইমুন, মুনির উদ্দিন, আব্দুল্লাহ আল সাইমুন, মহিউদ্দিন বাপ্পি, ওয়াহিদুর রহমান সুজন, অর্ণব দেব, ইয়াসির আরাফাত, গিয়াস উদ্দিন সাজিদ, আব্দুল মালেক রুমি, মোস্তফা আমান, ইয়াছির আরফাত রিকু, তারেক রহমান, শাহজাদা শাহরিয়ার সাকিব, আব্দুর রাজ্জাক, সিরাজুম মুনির, আব্দুল হাকিম, তানভির আহমেদ, মোহাম্মাদ সম্রাট, মোহাম্মদ আরাফাত আবিদুল ইসলাম, ফয়সাল মোহাম্মদ জয়, ফয়সাল মোহাম্মদ মিনহাজ, আরশাদুল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধখলিফা সম্মেলন ও মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সাধারণ সভা
পরবর্তী নিবন্ধঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে সরকার