চট্টগ্রাম কর আইনজীবী সমিতির আলোচনা সভা

| বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম কর আইনজীবী সমিতির উদ্যোগে গত মঙ্গলবার সমিতির সভাপতি মোঃ আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী (ইরান) ও যুগ্ম সম্পাদক চৌধুরী খালিদ বিন সরওয়ারের (জনী) যুগ্ম সঞ্চালনায় সমিতির ১নং মিলনায়তন সি.জি.ও বিল্ডিং১ আগ্রাবাদ চট্টগ্রামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সমিতির কার্যনির্বাহী সদস্য মোঃ শাখাওয়াত হোসেন (জুয়েল), পবিত্র গীতা পাঠ করেন সদস্য বাবু রতন দাশ অ্যাডভোকেট।

সভা শুরু হওয়া পূর্বে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতিষ্ঠার লক্ষে যে সকল ব্যক্তিগণ শহীদ হয়েছেন এবং সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্য পর্যন্ত যে সকল সদস্য মৃত্যুবরণ করেছেন তাদের সকলের আত্মার মাগফেরাত কামনা করা হয়। তাছাড়া যে সকল সদস্য অসুস্থ অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনায় পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক বাকাউল্লা চৌধুরী (ইরান), বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি মুহাম্মদ আবদুল মালেক, মোঃ আখতার উদ্দিন, মোহাম্মদ মুছা, মোস্তফা কামাল মনসুর অ্যাডভোকেট, মোঃ ওমর ফারুক অ্যাডভোকেট, সদস্য মোঃ আবুল কালাম, এহতেশামুল আলম চৌধুরী (পাপ্পু), সঞ্জয় আচার্য্য, রিংকু দত্ত, মোঃ শাখাওয়াত হোসেন (জুয়েল), . মোশারফ হোসেন অ্যাডভোকেট, মোঃ নোমান রেজা, রতন দাশ অ্যাডভোকেট, পার্থ প্রতিম সিংহ বড়ুয়া অ্যাডভোকেট। সভায় উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সমিতির প্রবীন ও নবীন সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় কাটার মামলায় ৩ জন কারাগারে
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ৪৭ বৌদ্ধ বিহারে সাড়ে ১৪ লাখ টাকার চেক বিতরণ