চট্টগ্রাম কক্সবাজার মহা-সড়ক ছয় লাইনে উন্নীত করা হোক

| রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার অন্যতম ব্যস্ততম সড়কটি আজ যেন এক মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিনই এই মহাসড়কে ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। যানজটে আটকে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হয়, বেহাল সড়কের কারণে সাধারণ যাত্রী থেকে পরিবহন চালকসবারই ভোগান্তি অসীম।

প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। চলতি মাসেই অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক আহত হয়েছেন। বিশেষ করে ২০২৫ এ চুনতি জাঙ্গালিয়া এলাকায় তিন দিনে তিনটি বড় দুর্ঘটনায় ১৬ জন নিহত হন। বর্তমানে সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘ দিনের মানুষের দাবি এ সড়কটি দ্রুত ছয় লাইনে উন্নত করা। চট্টগ্রাম হতে প্রতিটি উপজেলায় বেশ অনেকগুলো বিপজ্জনক বাঁক মোড়, তীব্র বাঁক রয়েছে এগুলোই মূলত দুর্ঘটনার কারণ। রাস্তা সোঁজাকরণ না হওয়ায় যেন বাঁকে বাঁকে বিপদ। পটিয়া ইন্দ্রপুল এলাকায় লবণবাহী ট্রাক চলাচলের কারণে সড়কে লবণ পানি পড়ে স্লিপারির সৃষ্টি হয়, যা দুর্ঘটনা বাড়ায়। অভিজ্ঞতাহীন চালকরাও ঝুঁকিপূর্ণ এ রুটে দুর্ঘটনার কারণ।

প্রতি দিন ঘটছে সড়ক দুর্ঘটনা পরিবারে পরিবারে চলছে শোকের মাতম। মৃত্যুর মিছিল যেন থামছে না। সড়কটি দ্রুত ছয় লাইনে উন্নত করা হলে মৃত্যুর হার যেমন করবে তেমনি করে বিশ্বের অপরূপ সুন্দরময় সাগর কক্সবাজার দেশ বিদেশের পর্যটকরা নিরাপদে যাতায়াত করতে সহজ হবে।

আলমগীর আলম

যুগ্ম সদস্য সচিব

পটিয়া সচেতন নাগরিক ফোরাম।

পূর্ববর্তী নিবন্ধওয়াল্টার স্কট : কবি ও ঔপন্যাসিক
পরবর্তী নিবন্ধআগমন