চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

চার দফা দাবি

| মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১১:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চার দফা দাবিগুলো হল, বিভিন্ন প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের রাজস্ব খাতে আত্মীকরণ করা, মাস্টার রোল কর্মচারীদের দ্রুত সময়ে নিয়মিত করা, সিলেকশন কমিটির মাধ্যমে কর্মচারীদেরকে শূন্য পদে পদোন্নতি দেয়া ও পেনশন প্রথা চালু করা।
গতকাল সোমবার নগরীর দামপাড়াস্থ ওয়াসা ভবন চত্বরে ইউনিয়নের সভাপতি এনায়েত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাজুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহাজান, সহ-সভাপতি মীর লোকমান, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. রুহল আমিন, অর্থ সম্পাদক ইলিয়াস, প্রচার সম্পাদক এসকান্দর, অরুন ঘোষ, ফজলুল কাদের, মো. মাহবুব, মো. ফরহাদ, মো. আনোয়ার, মো. রেজোয়ান, মো. জাকারিয়া, মো. কামরুল প্রমুখ। এছাড়াও সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ সমাবেশ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া বেতাগী দরবার শরিফে ওরশ মাহফিল
পরবর্তী নিবন্ধকক্সবাজারে পাহাড়ি ছড়ায় মিলল মৃত হস্তিশাবক