চট্টগ্রাম ওয়াসার গেটে তালা দিল কারা?

| বুধবার , ৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৬:০৫ অপরাহ্ণ

চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ’র পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের প্রেক্ষিতে আজ বুধবার সকাল থেকে ওয়াসা ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অফিস করছেন ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা।

বহিরাগতদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেউ প্রবেশের চেষ্টা করলে গেটে দায়িত্বে থাকা নিরপত্তাকর্মীরা তাদের পরিচয় জানতে চাইছেন। মূলত আন্দোলকারীদের ঠেকাতে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে।

ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম জানিয়েছেন, কয়েকদিন ধরে ওয়াসা কার্যালয়ে কিছু অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। এ কারণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মূল গেট বন্ধ থাকলেও পকেট গেট খোলা আছে। গ্রাহকদেরও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে।

বুধবার ওয়াসার জনসংযোগ কর্মকর্তা কাজী নূরজাহান শীলা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরে কিছু ব্যক্তি বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে চট্টগ্রাম ওয়াসা ভবনে হট্টগোল ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে ওয়াসার দাপ্তরিক কার্যক্রম বাধাগ্রস্ত ও কর্মপরিবেশ নষ্ট হচ্ছে।

নগরবাসীর মধ্যে সুপেয় পানি সরবরাহ ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে।

বৈষম্যবিরোধী সাধারণ নাগরিক সমাজের ব্যানারে কয়েক দিন ধরে ওয়াসার এমডি’র পদত্যাগসহ নানা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে মঙ্গলবার ওয়াসার এমডির পদত্যাগ দাবিতে সংগঠনটি বিক্ষোভ ও ওয়াসা ঘেরাও কর্মসূচি পালন করে। এছাড়া চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলও অভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে আসছে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার পৌরসভার সাবেক মেয়রসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধবন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ, উত্তর কোরিয়ার ৩০ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিলেন কিম