চট্টগ্রাম এডিটরস ক্লাবের সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

| সোমবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:২৪ পূর্বাহ্ণ

অনলাইন সাংবাদিকতা বিষয়ের আলোকে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে চট্টগ্রাম এডিটরস ক্লাব। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব এস রহমান হলে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ জিয়াউল হকের সঞ্চালনায় সভাপতি এম. আলী হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইস্টডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ও পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সভাপতি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম এডিটরস ক্লাবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক দৈনিক পিপলস ভিউর প্রকাশক ও সম্পাদক ওসমান গনি মনসুর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যুরো প্রধান মোঃ শাহ নেওয়াজ। প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ড. মোঃ শহিদুল হক, অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক মোঃ রাকিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট টিভির উপস্থাপক ও সংবাদ পাঠিকা আতিফা আনজুমান, সামসাদ সাত্তার ও শাওন পান্থ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, আপনারা যা পরিবেশন করেন তার একটা প্রকৃতি দাঁড়িয়ে যায় মানুষের মাঝে। আপনি যে সংবাদ পরিবেশন করতে চান আপন মনের দিক থেকে নীতির দিক থেকে, সেই সংবাদ কিছু মানুষের কাছে আপন হয়ে উঠে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাহাত্তারপুলে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা নায়েক সফি আর নেই