চট্টগ্রাম এখন জনবিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে

বাকলিয়া থানা যুবদলের খাবার বিতরণকালে ডা. শাহাদাত

| মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম এখন জনবিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে। আমরা বারবার যেটা অনুমান করছিলাম বর্ষার মৌসুম আসার আগেই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সম্পন্ন করতে না পারলে পুরনো নগরী জলে ডুবে যাবে সেই আশঙ্কা সত্যি হলো। বর্ষার মৌসুমী বৃষ্টিতে পুরো নগরী জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে।

তিনি গতকাল সোমবার পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডে বড় মিয়া বাপের মসজিদ, রসুলবাগ, চান মিয়া মুন্সি লেইন, বগার বিল এলাকায় পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী ও খাবার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বাকলিয়া থানা যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে ও যুবদল নেতা মোহাম্মদ সাদ্দামুল হক সাদ্দামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

আরও উপস্থিত ছিলেন নগর যুবদল নেতা নাসির উদ্দিন চৌধুরী নাসিম, কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, শেখ কামাল আলম, মো. সোহেল, সাব্বির ইসলাম ফারুক, মো. রায়হান, মো. জাহেদ, মনছুর সওদাগর, রহিম মিনু, মো. সাঈদ, মো. ফারুক প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পখাতে রোবট ব্যবহারে লাভ নয়, শুরুতে হয় লোকসান : গবেষণা
পরবর্তী নিবন্ধচকবাজারে পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ