চট্টগ্রাম একাডেমির দ্বিবার্ষিক জীবন সদস্য প্রতিনিধি নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি সম্পন্ন হয়। একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে জীবন সদস্য প্রতিনিধি পদে শারুদ নিজাম, মিলন বনিক, মৃণালিনী চক্রবর্তী ও এস এম মোখলেসুর রহমান নির্বাচিত হয়েছেন। সাধারণ সদস্য প্রতিনিধি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কাঞ্চনা চক্রবর্তী ও গোফরান উদ্দীন টিটু নির্বাচিত হন। নির্বাচন কমিশনার হিসেবে একাডেমির পরিচালক প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর রীতা দত্ত, সহকারী কমিশনার হিসেবে এস এম আবদুল আজিজ ও সৈয়দা রিফাত আক্তার নিশু দায়িত্ব পালন করেন। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর রীতা দত্ত। বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক অরুণ শীল, জীবন সদস্য তালুকদার হালিম, সাধারণ সদস্য প্রতিনিধি এম কামাল উদ্দীন।নবনির্বাচিত প্রতিনিধিরা সকলের সহযোগিতা কামনা করে বলেন, চট্টগ্রাম একাডেমিকে এগিয়ে নিতে স্ব স্ব ক্ষেত্রে তাদের অর্পিত দায়িত্ব তারা পালন করবেন। একাডেমির সমৃদ্ধি আনয়নে সবাই একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। উল্লেখ্য, নির্বাচিত প্রতিনিধিরা আগামী দুই বছর (২০২১-২০২২) একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রেস বিজ্ঞপ্তি।