চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ৪৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় সিডিএর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে সিডিএর সভাকক্ষে এ বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
সভায় চট্টগ্রাম নগরীর নান্দনিক উন্নয়ন, জলাবদ্ধতা শূন্যের কোঠায় এনে কাজের গতি ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং চলমান প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সদস্য সচিব মিনহাজুর রহমানসহ আরও উপস্থিত ছিলেন, বোর্ড সদস্য পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লুল বিশ্বাস, মুহাম্মদ আলী শাহ, মোহাম্মদ ফারুক, প্রকৌশলী মুনির উদ্দিন আহমেদ, মো. জসিম উদ্দিন শাহ, স্থপতি আশিক ইমরান, জিনাত সোহানা চৌধুরী ও সিডিএর কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।