বাংলাদেশ প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনীকে ১-০ ব্যবধানে হারিয়েছে শেখ রাসেল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলার ৪৩তম মিনিটে জিয়ানকার্লো লোপেজ রদ্রিগেজের করা একমাত্র গোলটি থেকে তিন পয়েন্ট আদায় করে মাঠ ছাড়ে তারা। শেখ রাসেল চার ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে। আর সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৬।
এদিকে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান ও আবাহনীর মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের গতকালের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধের বিরতি পর্যন্ত আবাহনী এগিয়েছিল ২-১ গোলে। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে একটি পয়েন্ট অর্জন করে নিয়েছে মোহামেডান। ম্যাচের ১৪ মিনিটে ব্রাজিলের তোরেসের গোলে এগিয়ে যায় আবাহনী। তিন মিনিট পরই মোহামেডানকে ম্যাচে ফেরান মালির সোলেমান দিয়াবাতে। আবাহনী আবার এগিয়ে যায় ৩৩ মিনিটে। গোল করেন জুয়েল রানা। দুই দুইবার এগিয়ে গিয়েও পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারেনি আবাহনী। দুইবারই মোহামেডানকে ম্যাচে ফেরান তাদের মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে। তার দুটি গোলই ছিল দর্শনীয়- একটি ফ্লিকে, অন্যটি ব্যাক ভলিতে। ৪ ম্যাচ শেষে আবাহনীর পয়েন্ট ১০, মোহামেডানের ৫।