বাংলাদেশ প্রিমিয়ার লিগে শুরুটা ভালো করেও পরে ছন্দ হারায় চট্টগ্র্লাম আবাহনী। রহমতগঞ্জকে হারিয়ে শুরু করা দলটির দ্বিতীয় ম্যাচ থেকেই ছন্দপতন ঘটে। শেখ রাসেল ক্রীড়া চক্র ও মোহামেডানের সঙ্গে ড্র করে পিছিয়ে পড়ে বেশ। চতুর্থ রাউন্ডে এসে আবার জয়ে ফিরেছে চট্টগ্রাম আবাহনী।
গতকাল শনিবার রাজশাহীতে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে হারিয়েছে স্বাগতিক স্বাধীনতা ক্রীড়া সংঘকে। চট্টগ্রাম আবাহনীর জয়ে ফেরার দুই নায়কই বিদেশি। ২৪ মিনিটে নাইজেরিয়ান পিটার থ্যাঙ্কগডের দেওয়া পেনাল্টি গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আফগানিস্তানের অমিদ পোপালজে। দুই গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিক স্বাধীনতা ক্রীড়া সংঘ ব্যবধান কমায়।
৭৯ মিনিটে গোল করেন জায়েদুল আলম। জয়ের ম্যাচে চট্টগ্রাম আবাহনী শিবিরে হতাশা যোগ হয় উইলিয়াম এনকুলুলেকো লাল কার্ড দেখায়। ৮৫তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। দ্বিতীয় জয়ে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠে গেছে চট্টগ্রাম আবাহনী।