চট্টগ্রাম আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১ ডিসেম্বর, ২০২৪ at ১০:২০ পূর্বাহ্ণ

শিক্ষা ক্ষেত্রে সকল বৈষম্যের অবসান ও শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে এক শিক্ষক সম্মেলন গতকাল শনিবার নগরীর একচি কমিউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক এ বি এম ফজলুল করিম। প্রধান আলোচক ছিলেন শিক্ষক ফেডারেশনের আঞ্চলিক পরিচালক অধ্যাপক আহসান উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. আবু বকর রফিক,উত্তর জেলা শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা আলাউদ্দিন শিকদার,উপদেষ্টা রফিকুল ইসলাম, চট্টগ্রাম মহানগরী শিক্ষক ফেডারেশনের সহ সভাপতি প্রফেসর নুরুন্নবী,দক্ষিণ জেলার সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, উপদেষ্টা আবদুল জব্বর। শিক্ষক ফেডারেশন উত্তর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. নুর নবীর সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক মো. সেলিম উদ্দিনের সঞ্চালনে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন আব্দুল মালেক চৌধুরী, মিজানুর রহমান, জামাল উদ্দীন, খায়ের উদ্দিন সোহেল,আয়ুব আকী, জাকারিয়া সিরাজ, অধ্যক্ষ নুরুল কবির, অধ্যাপক জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, সোলেয়মান, ইউসুফ মুরাদ, আব্দুল গফুর, আরিফ, শিহাব উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন, শিক্ষা সংস্কার কমিটিতে কোন আলেম নেই। কমপক্ষে ২জন আলেমকে কমিশনে যোগ করতে হবে। নতুন বইয়ে নৈতিক শিক্ষা অর্জিত হবে এমন শিক্ষা ব্যবস্থা ও পাঠ্য পুস্তক চাই। শিক্ষকদের ১০০% বোনাস, বাড়ি ভাড়া বৃদ্ধি, এবতেদায়ী মাদ্রাসা,কিন্ডারগার্টেন গুলোকে ঈদ বোনাস দিতে হবে আগামী বছর থেকে। আগামীতে সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে আমরা আন্দোলনের কর্মসূচি দিয়ে মাঠে নামব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছিদ্দিকুল ইসলাম স্মরণে দোয়া মাহফিল ও সভা
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা আবদুস সবুর খান স্মরণ সভা ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা