বই পড়ে আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলে স্কাউট পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার টাইগারপাসে আঞ্চলিক স্কাউটসের সদরদপ্তরে স্কাউট পাঠাগারের উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ–সভাপতি অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান।
প্রধান অতিথি বলেন,স্কাউট পাঠাগার হল একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যার সাহায্যে স্কাউট আন্দোলনকে শক্তিশালী করা হয় এবং সদস্যদের জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করা হয়। এই পাঠাগারকে স্কাউটদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক, আধ্যাত্মিক এবং মানসিক বিকাশে সহায়ক বিভিন্ন বই এবং জ্ঞান–বিজ্ঞানের বই দিয়ে সমৃদ্ধ করা হয়েছে। এটি স্কাউটদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাদের মধ্যে সেবার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের আঞ্চলিক পরিচালক ফারুক আহাম্মদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান চৌধুরী, আঞ্চলিক উপ–কমিশনার (প্রশিক্ষণ) জাকের আহমদ, আঞ্চলিক উপ–কমিশনার (প্রোগ্রাম ও আন্তর্জাতিক) এস, এম, হাবিব উল্লাহ (হিরু), আঞ্চলিক উপ–কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) ইমরান হাসান রাসেল, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন প্রমুখ। বক্তারা বলেন, বই পাঠের অভ্যাস গড়ে তুলতে এ পাঠাগার ভূমিকা রাখবে এবং এর মাধ্যমে স্কাউটরা নিজেদের সময়ের সাথে আপডেট করে রাখতে পারবে। প্রেস বিজ্ঞপ্তি।












