চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার দ্বিতীয় সভা

| রবিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:৩৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থার দ্বিতীয় সভা গতকাল ৯ সেপ্টেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক ক্রিকেট সংস্থার আহ্বায়ক ও বিসিবি পরিচালক আ জ ম নাছির উদ্দিন। এতে উপস্থিত ছিলেন আঞ্চলিক ক্রিকেট সংস্থার সদস্য ড. সিরাজউদ্দিন মো. আলমগীর, আলী আব্বাস, সৈয়দ আবুশ বশর, নাজমুল আহসান রোমেন এবং বৈরী মিত্র চাকমা। সভায় চট্টগ্রাম বিভাগের অধীনস্থ জেলা সমূহের ক্রিকেট কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং সবকটি জেলায় নিয়মিত লিগ আয়োজন নিশ্চিতকরণ, পর্যবেক্ষন ও আর্থিক সহযোগিতা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে ক্রীড়া সংস্থাসমূহের বিগত ৫ বছরের ক্রিকেট কার্যক্রম পর্যালোচনা এবং ২০২২২৩ ক্রীড়া পঞ্জিতে জেলা ক্রিকেট লিগসহ সকল ক্রিকেট কার্যক্রম আয়োজন উপলক্ষে গৃহীত পরিকল্পনার লিখিত বিবরণ চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট সংস্থায় প্রেরণের জন্য সবকটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরাবরে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব২৩ ক্রিকেট প্রতিযোগিতা ২টি গ্রুপে বিভক্ত করে চট্টগ্রাম ও কুমিল্লা ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মতে আগামী ১০ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘ক’ গ্রুপের খেলা এবং ১১ নভেম্বর কুমিল্লা ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ‘খ’ গ্রুপের খেলাসমূহ শুরু হবে। প্রতিযোগিতা সমাপ্তির পর বাছাইকৃত সেরা নৈপুণ্য প্রদর্শনকারী খেলোয়াড়দেরকে নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট একাডেমি শুরুর পরিকল্পনা গ্রহণ করা হয়। সভায় আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রমকে গতিশীল করতে বিসিবি পরিচালক মো. আকরাম খানকে যুগ্ম আহ্বায়ক, . সিরাজউদ্দিন মো. আলমগীরকে সদস্য সচিব এবং আলী আব্বাসকে অর্থ সচিব মনোনীত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ি উদয়ন সংঘের ফুটবল কমিটি গঠিত
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার হ্যান্ডবল লিগে মোহামেডান ব্লুজ চ্যাম্পিয়ন