নগরীর আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তিনদিনব্যাপী ৬ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার–২০২৫ গত ২০ জানুয়ারি শেষ হয়েছে। চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের (এসসিআইটিপি) আয়োজনে মেলায় অংশগ্রহণকারী স্পন্সর, পার্টনার ও প্রতিষ্ঠানসমূহকে ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা এবং এসসিআইটিপির সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ। বক্তব্য রাখেন স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষে আরাফাতুল ইসলাম।
সমাপনী বক্তব্যে চেম্বার প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, মেলা চলাকালীন সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং ও এআই বিষয়ক কয়েকটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ এবং সেমিনার আয়োজন করা হয়, যা আইটি ফেয়ারকে ফলপ্রসূ করেছে। তিনি গণঅভ্যুত্থানের তরুণদের ভূমিকাকে ধারণ এবং তথ্যপ্রযুক্তি নির্ভর জাতি গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসসিআইটিপির সভাপতি আবদুল্লাহ ফরিদ বলেন, তিনদিনব্যাপী এই মেলায় আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। আইটি সংশ্লিষ্টরা ছাড়াও জনসাধারণ ও শিক্ষার্থীদের পদচারণা মেলাকে করেছে প্রাণবন্ত। এছাড়া মেলা চলাকালীন ওয়ার্কশপ ও সেমিনারগুলোতে বিভিন্ন শ্রেণি–পেশা–বয়সের মানুষের অংশগ্রহণ আগামীতেও এ ধরনের সেমিনার, ওয়ার্কশপ আয়োজনে আমাদেরকে উৎসাহিত করবে। উল্লেখ্য, ১৮–২০ জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত আইটি ফেয়ারে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীনভিত্তিক আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠানসহ ৪০টি প্রতিষ্ঠান ৬০টি স্টল নিয়ে অংশগ্রহণ করে।