চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব–২ ( চট্টগ্রাম অঞ্চল) এর খেলা আগামী ১৬ই আগষ্ট শনিবার বিকাল ৩ টায় সিজেকেএস কনভেনশন হলে শুরু হবে। এই টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ রেলওয়ে প্রতিনিধি অংশগ্রহণ করবে। চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলার সব বয়সের দাবাড়ুদের জন্য উন্মুক্ত। এই টুর্নামেন্টে নিবন্ধন ফি ৫০০ টাকা দিয়ে টুর্নামেন্টে অংশ গ্রহন করতে পারবে। রেজিষ্ট্রেশন ফরম অনলাইনে ফরম পূরণ করে বা সিজেকেএস কার্যলয়ে আজ ১২ আগস্ট থেকে আগামী ১৪ আগস্ট পর্যন্ত সকাল ১১ টা থেকে বিকাল ৫ টার মধ্যে রেজিষ্ট্রেশন করতে পারবে। বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কর্তৃক অনুমোদিত এই আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্ট ৫দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এবং এই টুর্নামেন্টের শীর্ষ ৫ জন জাতীয় বি দাবায় অংশগ্রহণের সুযোগ পাবে। জরুরি বিষয়ে জানতে ০১৯৭৫০০০৩৫৬ হোয়াটস্অ্যাপ নাম্বারে ম্যাসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবে।
টুর্নামেন্টের রেজিষ্ট্রেশন লিংক;-https://forms.gle/W3g5cloGNbiwibhG9