চট্টগ্রামে ৮৩ দিন পর একশর নিচে শনাক্ত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলায় গত ২৪ ঘন্টায় ৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনাক্ত হার ৬ দশমিক ৭ শতাংশ। নমুনা পরীক্ষা হয় ১ হাজার ২৫২ টি। এটি গত ৮৩ দিনের মধ্যে একশ’র নিচে করোনা সংক্রমণের ঘটনা। এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে সর্বনিম্ন ৬৭ জন আক্রান্ত হয়। শনাক্ত হার ছিল ৯ দশমিক ৪ শতাংশ। নমুনা পরীক্ষা হয় ৭৪১ টি। সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নতুন শনাক্ত ৭৬ জনের মধ্যে মধ্যে নগরীর বাসিন্দা রয়েছে ৫০ জন এবং উপজেলার ২৬ জন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১ লাখ ১২১ জনে দাঁড়ালো। এর মধ্যে নগরীর ৭২ হাজার ৭০২ জন ও উপজেলার ২৭ হাজার ৪১৯ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৫ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে নগরীর একজন ও উপজেলার ৪ জন বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৫১ জন হয়েছে। এর মধ্যে নগরীর বাসিন্দা ৬৯৬ জন ও উপজেলার ৫৫৫ জন। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের উপজেলা পর্যায়ে শনাক্ত ২৬ জনের মধ্যে সর্বোচ্চ রাউজানে ১৫ জন, বোয়ালখালীতে ৩ জন, সীতাকুণ্ড, আনোয়ারা ও ফটিকছড়িতে ২ জন এবং হাটহাজারী ও পটিয়ায় ১ জন করে রয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ফৌজদারহাট বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৩৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে উপজেলার ৩ জনসহ ৯ জনের রেজাল্ট পজিটিভ আসে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৭৩ জনের নমুনার মধ্যে নগরীর ১২ ও উপজেলার ৪, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১০৭ টি নমুনা পরীক্ষায় নগরীর ৭ ও উপজেলার ১৪টিতে করোনার ভাইরাস পাওয়া যায়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৪৫ জনের এন্টিজেন টেস্ট করা হলে উপজেলার একজন করোনায় আক্রান্ত হওয়ার প্রমাণ মিলে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএলে ৫ জনের নমুনা পরীক্ষায় নগরীর ২ জন পজিটিভ শনাক্ত হন।
বেসরকারি ল্যাবরেটরির মধ্যে শেভরনে ২৯০টি নমুনা পরীক্ষা করলে নগরীর ২ ও উপজেলার ১টি, ইম্পেরিয়ালে হাসপাতালে ১২৭ নমুনার মধ্যে নগরীর ৫টি, মা ও শিশু হাসপাতালে ৩০টি নমুনায় নগরীর ৩টি, মেডিকেল সেন্টারে ১৮ নমুনা পরীক্ষায় নগরীর ২টি এবং এপিক হেলথ কেয়ার হাসপাতালে ৮২ নমুনার মধ্যে নগরীর ১১ ও উপজেলার ৩টিতে ভাইরাস শনাক্ত হয়। নতুন যুক্ত ল্যাব এইডে পরীক্ষিত ২টি নমুনারই রিপোর্ট নেগেটিভ আসে।

পূর্ববর্তী নিবন্ধইলিশ শিকার বন্ধ রাখার সময় নিয়ে প্রশ্ন
পরবর্তী নিবন্ধকলেজের টয়লেটে নবজাতক