চট্টগ্রামে ৮৩ দিনের মধ্যে করোনার সর্বনিম্ন সংক্রমণ

| শুক্রবার , ১১ মার্চ, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ৮৩ দিনের মধ্যে করোনাভাইরাসের সর্বনিম্ন সংক্রমণ শনাক্ত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩ জন কোভিডে আক্রান্ত হন। সংক্রমণ হার ০ দশমিক ৩৭ শতাংশ। এ সময়ে জেলায় কোনো করোনা রোগির মৃত্যুর খবর পাওয়া যায়নি। চট্টগ্রাম মহানগর ও ১৫ উপজেলায় করোনার সংক্রমণের হালনাগাদ পরিস্থিতি নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের গতকালের রিপোর্টে এসব তথ্য জানা যায়। খবর বাসসের।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরীর দশ ল্যাব এবং এন্টিজেন টেস্টে গত বুধবার চট্টগ্রামের ৮০৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নগরীর ২ জন ও পটিয়া উপজেলার একজন পজিটিভ শনাক্ত হন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লাখ ২৬ হাজার ৫৭৪ জন। এর মধ্যে শহরের বাসিন্দা ৯২ হাজার ৫২ জন ও গ্রামের ৩৪ হাজার ৫২২ জন। বুধবার শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কেউ মারা যাননি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬২ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৪ জন ও গ্রামের ৬২৮ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে এর আগে এরচেয়ে কম করোনা রোগি শনাক্ত হয়েছিল ৮৩ দিন আগে, গত বছরের ১৫ ডিসেম্বর। ওইদিন ২ জনের সংক্রমণ ধরা পড়ে, হার ছিল ০ দশমিক ১১ শতাংশ। এক হাজার ৯০০ জনের নমুনা পরীক্ষা করে ২ জন শনাক্তের আরেকটি দিন ছিল ৪ ডিসেম্বর। সংক্রমণ হার ০ দশমিক ১০ শতাংশ। করোনাশূন্য দ্বিতীয় দিনটিও আসে ডিসেম্বর মাসের ৩ তারিখে। এদিন ৭৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। উল্লিখিত এ তিনদিনেই জেলার কোথাও কোনো করোনা রোগির মৃত্যু হয়নি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনে নিহত হাদিসুরের লাশ আজ দেশে পৌঁছাতে পারে
পরবর্তী নিবন্ধদেশে আরও তিন মৃত্যু, রোগী বেড়েছে ৩২৭ জন