চট্টগ্রামে ৩ লাখ ৫১ হাজার ৮৪৮ জন কিশোরী পাবে জরায়ুমুখ ক্যান্সার টিকা

জেনারেল হাসপাতালে অ্যাডভোকেসী সভা । শুরু হচ্ছে ২৪ অক্টোবর

| মঙ্গলবার , ২২ অক্টোবর, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মন্নান বলেছেন, জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধের লক্ষ্যে সরকার সারাদেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচিতে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা সংযোজন করেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী/ কিশোরী (১০১৪ বছর) ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ১০১৪ বছর বয়সী কিশোরীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যয়বহুল এইচপিভি টিকা প্রদান করা হবে। আগামী ২৪ অক্টোবর থেকে মাসব্যাপী জাতীয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত মোট ১৮ দিনের প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরকারী হাসপাতাল, স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে কিশোরীদেরকে এইচপিভি টিকা প্রদান করা হবে। ১৭ ডিজিটের জন্মনিবন্ধনের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন ও জন্মনিবন্ধন বিহীন কিশোরীদেরকে হোয়াইট লিস্টিংয়ের মাধ্যমে ক্যাম্পেইনের প্রথম ১০দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থায়ী টিকাদান কেন্দ্র সমূহে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী কেন্দ্রসমূহে কিশোরীদেরকে এইচপিভি টিকা দেয়া হবে। এ উপলক্ষে গতকাল সোমবার জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা অ্যাডভোকেসী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, জেলার ১৫ উপজেলার ৪ হাজার ৩৮৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫ম৯ম শ্রেণির ৩ লাখ ৪৪ হাজার ৩৩০ জন কিশোরী ও স্কুল বহির্ভূত কমিউনিটির ৭ হাজার ৫১৮ জন কিশোরীসহ মোট ৩ লাখ ৫১ হাজার ৮৪৮ জন কিশোরীকে এইচপিভি প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিটি করপোরেশন এলাকায়ও প্রায় ১ লাখ ৩১ হাজার কিশোরীকে এইচপিভি প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও ডা. এফ.এম জাহিদুল ইসলাম।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও ডা. মো. নওশাদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুদীপ্ত সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবুল কালাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. ফরিদুল আলম, চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মো. আলমগীর কবীর, ডা. মোহাম্মদ হানিফ, ডা.মো. আরেফিন আজিম, ডা. প্রতীক সেন, ডা. সব্যসাচী নাথ, রনজিত কুমার শীল, ইউসুফ মিয়া, ডা. শিক্ষক রেজাউল আমিন রিজভী, মো. আনোয়ারুল হক প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচমেক শিক্ষার্থী আবিদ হত্যার বিচার দাবি
পরবর্তী নিবন্ধপ্রতি ৮ জন নারীর একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে