চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৩ দশমিক ০৬ শতাংশ। সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে এসব তথ্য জানা যায়।
রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি ও নগরীর সাত ল্যাবে গতকাল ৯৮ জনের নমুনা পরীক্ষা করে নতুন ৩ জন পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে শহরের বাসিন্দা ২ জন ও হাটাহাজারী উপজেলার একজন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৮ হাজার ৭৯৯ জন।
সংক্রমিতদের মধ্যে শহরের বাসিন্দা ৯৩ হাজার ৮৯৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৯০০ জন। করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৭ জন ও গ্রামের ৬৩০ জন।
ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭ টি নমুনা পরীক্ষা করা হলে শহরের ২ ও গ্রামের একটিতে করোনাভাইরাস মিলে।