চট্টগ্রামে ২য় টেস্ট : বিনা উইকেটে প্রথম সেশন পার শ্রীলঙ্কার

আজাদী অনলাইন | শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১:৪৯ অপরাহ্ণ

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনে বাংলাদেশকে কোনো উইকেট দেয়নি শ্রীলঙ্কা। বিনা উইকেটে ৮৮ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে তারা। নিশান মাদুশকা অবশ্য ফিফটি তুলে নিয়েছেন। তিনি ৬ চারে ৫৫ রানে অপরাজিত আছেন। আর দিমুথ করুণারত্নে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত আছেন ৩৩ রানে।

অবশ্য ষষ্ঠ ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারতো বাংলাদেশ। এ সময় হাসান মাহমুদের বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন মাদুশকা। কিন্তু সেটি ফেলে দেন মাহমুদুল হাসান জয়। ব্যক্তিগত ৯ রানে জীবন পেয়ে ফিফটি তুলে নিলেন মাদুশকা। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন তিনি দেখার বিষয়।

এরপর ২২তম ওভারে হাসানের বলে ফাইন লেগে ক্যাচ দিয়েছিলেন করুণারত্নে। সেটি অবশ্য তালুবন্দি করতে পারেননি সাকিব আল হাসান। বল তার হাস ফঁসকে ছক্কা হয়ে যায়।

জয়ের ক্যাচ মিসের পর শ্রীলঙ্কার দারুণ শুরু:
টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে শ্রীলঙ্কা। ১৮ ওভার শেষে বিনা উইকেটে তুলে ফেলেছে ৬০ রান। নিশান মাদুশকা ৪০ ও দিমুথ করুণারত্নে ২০ রান নিয়ে ব্যাট করছেন।

অবশ্য এই জুটি এতোদূর আসতে পারতো না, যদি ষষ্ঠ ওভারে মাহমুদুল হাসান জয় মাদুশকার ক্যাচ না ছাড়তেন। এ সময় হাসান মাহমুদের করা বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন মাদুশকা। কিন্তু সেটি তালুবন্দি করতে ব্যর্থ হয় জয়। জীবন পেয়ে দারুণ ব্যাটিং করছেন উদ্বোধনী এই ব্যাটসম্যান।

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন:

চট্টগ্রামে আজ শনিবার (৩০ মার্চ) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। তিনি অবশ্য ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজান প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধকক্সবাজার ঈদগাঁওতে কার্ভাডভ্যান-সিএনজির সং’ঘর্ষে চালক নি’হত