কোন স্কুলে কত আসন খালি

ইমাম ইমু

চট্টগ্রামে ১০ সরকারি স্কুলে ভর্তি | শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

সারা দেশের মতো চট্টগ্রামেও চলছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া। গত ১২ তারিখ থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ শুরু হয়েছে, চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। সরকারির পাশাপাশি বেসরকারি, সরকারিকরণ বিদ্যালয়গুলোতেও ভর্তির অনলাইনে আবেদন ফরম পূরণ চলমান রয়েছে। গত ১১ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর পরিচালক প্রফেসর খান মইনুদ্দিন আল মাহমুদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৫ শিক্ষাবর্ষে সারাদেশের সকল সরকারি (সরকারিকরণসহ) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়ের) মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল লটারির মাধ্যমে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অনলাইন আবেদন ফরম পূরণ ১২ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে। কেন্দ্রীয় পর্যায়ের ডিজিটাল লটারি প্রক্রিয়ার আওতাভুক্ত যে সকল প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে পারেনি এবং কেন্দ্রীয় পর্যায়ের বাইরে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানকে ২০২৫ নীতিমালা অনুসরণ করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।

ইতোমধ্যে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৯ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে নীতিমালা। ২০২৫ শিক্ষাবর্ষে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা অনুসরণ করতে বলা হয়েছে। নীতিমালায় বলা হয়, দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুলের কোনো শ্রেণির কোনো শাখাতে ৫৫ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে না। আর প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশি হতে হবে। গত ১২ তারিখ থেকে ভর্তি কার্যক্রম শুরু হলেও অনেক আসন এখনো খালি। চট্টগ্রামের ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শূন্য আসনের বিপরীতে অনলাইনের (https://gsa.teletalk.com.bd) মাধ্যমে আবেদন করা যাবে। এদিকে এবার শিক্ষা কারিকুলামে কিছুটা পরিবর্তন আসায় সঠিক সময়ে পাঠ্যপুস্তক হাতে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

তথ্যমতে, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে মোট শূন্য আসন ২১৭টি, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩২৪টি, গভ. মুসলিম হাইস্কুলে ২১৫টি, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ২১৮টি, নাছিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ২১৬টি, চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৭টি আসন খালি রয়েছে। একইভাবে সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৪৬টি, হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে ১১০টি, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের বালক শাখায় ১৩৩ ও বালিকা শাখায় ১৩৫টি এবং চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ১০১টি করে মোট ২ হাজার ১৩১টি আসন শূন্য রয়েছে।

কোন স্কুলে কত আসন : চট্টগ্রাম নগরের ১০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এখনো আসন শূন্য রয়েছে ২ হাজার ১৩১টি। এর মধ্যে পঞ্চম শ্রেণিতে ১ হাজার ৪৬১টি, ষষ্ঠ শ্রেণিতে ৪৬৪টি, সপ্তম শ্রেণিতে নেই, অষ্টম শ্রেণিতে ২৪টি, নবম শ্রেণিতে বিজ্ঞান শাখায় ১০৮টি এবং ব্যবসায় শিক্ষা শাখায় ১৩১টি আসন রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণিতে ২১৭টি আসন খালি রয়েছে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে খালি রয়েছে পঞ্চম শ্রেণিতে ৩১৬টি ও নবম শ্রেণিতে ১০৮টি আসন। গভ. মুসলিম হাইস্কুলে পঞ্চম শ্রেণিতে ১০৭টি, ষষ্ঠ শ্রেণিতে ১১০টি, ও নবম শ্রেণিতে ১০৯টি আসন খালি রয়েছে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ২১৮টি আসন খালি রয়েছে। নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ১০৬টি ও ষষ্ঠ শ্রেণিতে ১১০টি আসন খালি রয়েছে। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে ১০৮টি, ষষ্ঠ শ্রেণিতে ১০৯টি আসন খালি রয়েছে। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক) পঞ্চম শ্রেণিতে ৫৪ ও বালিকা ৫৫, ষষ্ঠ শ্রেণিতে বালক ৫৪ ও বালিকা ৫৫ এবং নবম শ্রেণিতে বালক (ব্যবসা) ২৫ বালিকা ২৫টি আসন খালি রয়েছে। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণিতে ২১৯টি, ষষ্ঠ শ্রেণিতে ২৪টি আসন খালি রয়েছে। হাজী মুহা. মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে ১১০টি আসন খালি রয়েছে। চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে ৫১টি, অষ্টম শ্রেণিতে ২৪টি ও নবম শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখায় ২৬টি আসন খালি রয়েছে।

নীতিমালা অনুযায়ী, শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন আবেদন ও লটারির তারিখ নির্ধারণ করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ২০২৫ শিক্ষাবর্ষ বিবেচিত হবে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত। জানা গেছে, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬ বছরের বেশি হতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের বয়স নির্ধারণে সর্বোচ্চ ৫ (পাঁচ) বছরের অতিরিক্ত সুবিধা দেওয়া যাবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পাদনের জন্য উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে, জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ভর্তি কমিটি গঠন করা হয়েছে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ৫টি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। তবে ডাবল শিফট স্কুলে উভয় শিফট পছন্দ করলে ২টি পছন্দক্রম (২টি বিদ্যালয় পছন্দক্রম) সম্পাদন হয়েছে বলে গণ্য হবে।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা আজাদীকে বলেন, নগরের ১০ সরকারি বিদ্যালয়ে পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তির অনলাইনে ফরম পূরণ চলমান রয়েছে। আগামী ৩০ তারিখ পর্যন্ত চলবে এ কার্যক্রম। এবারও লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলছে। এবার নতুন নীতিমালা অনুসরণ করে ভর্তি প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। তিনি বলেন, এবার পাঠ্যপুস্তকে কিছুটা পরিমার্জন আসার কারণে বই হাতে পেতে হয়তো কিছু সময় দেরি হবে, তবে আশা করি সঠিক সময়ে শ্রেণি কার্যক্রম শুরু হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধঅবশেষে নেপালের জলবিদ্যুৎ এলো বাংলাদেশে