চট্টগ্রামে স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় পুলিশ কর্মকর্তা সোর্সসহ ধরা

আজাদী অনলাইন | রবিবার , ১৯ মে, ২০২৪ at ৬:০০ অপরাহ্ণ

চট্টগ্রামে পাঁচলাইশ থানাধীন টাইগার পাস এলাকায় স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালানোর সময় আমিনুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শককে আটক করে জনতা।

রোববার (১৯ মে) বিকেলে পাঁচলাইশ থানা এলাকার টাইগার পাস অংশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয়।

এ সময় খুলশী থানার পুলিশ উপপরিদর্শক আমিনুল ইসলাম ও এক সোর্সকেও আটক করে পুলিশেকে খবর দেয়। সোর্সের নাম জাহেদ। খবর পেয়ে খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ আটক পুলিশ কর্মকর্তাকে থানায় নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান।

তিনি বলেন, ‘খুলশী থানার উপ-পরিদর্শক আমিনুল ইসলামকে ১৬ ভরি স্বর্ণসহ আটক করা হয়। এক ব্যক্তির কাছ থেকে তিনি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। এ বিষয়ে বিস্তারিত খুলশী থানার ওসি বলতে পারবেন।’

বিষয়টি জানতে খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহকে একাধিক বার তার মুঠোফোন যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেনি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মারধর, আহত ৫
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে বাড়ির উঠানে গ্রেনেড নিয়ে খেলছিল শিশুরা, পরে বিস্ফোরণ