চট্টগ্রামে সেক্টর কমান্ডারস ফোরামের আলোচনা সভা

| শনিবার , ২ ডিসেম্বর, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

সেক্টর কমান্ডারস ফোরামমুক্তিযুদ্ধ’৭১ চট্টগ্রাম জেলা মহানগরের উদ্যোগে ‘মুক্তিযোদ্ধা দিবস’ পালনোপলক্ষে এক আলোচনা সভা আজ শুক্রবার বিকেলে নগরীর দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মহানগর সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, সহ সভাপতি ফোরকান উদ্দিন আহমেদ, সম্পাদক মন্ডলীর সদস্য ইফতেখার রাসেল, আবদুল মালেক খান, এডভোকেট সাইফুন নাহার, কামাল হোসেন রিজভী, নুরুল হুদা চৌধুরী, ডাঃ ফজলুল হক সিদ্দিকী, মঈনুল আলম খান, কামাল উদ্দিন, নবী হোসেন সালাউদ্দিন, রাজীব চন্দ, এম এ খালেক, সুপ্রিয়া ঘোষ, এম এইচ মানিক, অনিমেষ পালিত প্রমুখ। সভায় প্রধান আলোচক বেদার বলেন, বাঙালি ও বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠ ঘটনা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত রূপ সশস্ত্র জনযুদ্ধের এক ঐতিহাসিক ঘটনার মধ্য দিয়ে বাঙালি জাতির কয়েক হাজার বছরের মুক্তির স্বপ্ন সাধ পূরণ হয় এ মাসে। অর্জন করে নিজস্ব ভূখণ্ড আর সবুজের বুকে লাল সূর্যখচিত নিজস্ব জাতীয় পতাকা। এক রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় এ মাসেই। তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মানে এ মাসের প্রথম দিনটিকে স্মরণীয় করতে ১ ডিসেম্বর রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধা দিবসের স্বীকৃতি ও পালন আজ সময়ের দাবি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১
পরবর্তী নিবন্ধপতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রের শোকসভা