চট্টগ্রামে সিরিজ বাঁচানোর মিশন টাইগারদের

দ্বিতীয় টেস্ট শুরু আজ

নজরুল ইসলাম | মঙ্গলবার , ২৯ অক্টোবর, ২০২৪ at ৮:১২ পূর্বাহ্ণ

নিরাপত্তার চাদরে ঢাকা জহুর আহমেদ চৌধুরী স্টেটিডয়াম। স্টেডিয়াম জুড়ে পুলিশ, সেনাবাহিনী, র‌্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। আর তারই মাঝে কঠোর অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। সিরিজের প্রথম টেস্ট জিতে অনেকটাই নির্ভার প্রোটিয়ারা। আর বাংলাদেশের কপালে যেন চিন্তার ভাজ। কারণ সিরিজ বাঁচাতে হলে চট্টগ্রাম টেস্টে জয়ের যে বিকল্প নেই টাইগারদের। তাইতো অধিনায়কের সাথে লম্বা আলোচনা করলেন টাইগার কোচ ফিল সিমন্স। সিরিজের প্রথম টেস্টে পুরোপুরি ব্যর্থ ব্যাটসম্যানরা। সে কারণেই হয়তো ব্যাটারদের নিয়ে চেষ্টাটা একটু বেশিই চলল। মিরপুর টেস্টেতো বটেই এর আগে ভারতের বিপক্ষে দুই টেস্টেও ঘুমিয়ে ছিল বাংলাদেশের ব্যাটারদের ব্যাট। এবার জাগানোর পালা। জেগে যে উঠতেই হবে। কারণ এই টেস্টে জিততে না পারলে সিরিজ হার যে নিশ্চিত। মাত্র দুদিন হলো স্পিন পরিকল্পনায় ইংল্যান্ডের মত দলকে নাস্তানাবুদ করে ছেড়েছে পাকিস্তান। কিন্তু বাংলাদেশ যেন সে স্পিন পরিকল্পনায় ব্যর্থ হচ্ছে। তাইতো তাইজুল, মিরাজ এবং লোকাল বয় নাঈমকে নিয়ে আলাদা পরিকল্পনা করছে বাংলাদেশ। তবে সব পরিকল্পনা সফল করতে হলে মাঠেই নিজেদের সেরাটা দিতে হবে। আর সেটা বেশ ভালই টের পাচ্ছেন দলের সবচাইতে সফলতম স্পিনার তাইজুল ইসলাম। সংবাদ সম্মেলনে তাই এই স্পিনার বললেন আমাদেরকে সব বিভাগে ভাল খেলতে হবে। নাহয় আরো একবার সিরিজ হারের গ্লানি নিয়ে ফিরতে হবে। তাইতো সিরিজ বাঁচানোর মিশনে আজ চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ দল। সকাল ১০ টায় শুরু হবে ম্যাচটি।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে চার আগ্নেয়াস্ত্রসহ দম্পতি আটক
পরবর্তী নিবন্ধবহির্নোঙরসহ অভ্যন্তরীণ নৌ রুটে পণ্য পরিবহন ব্যাহত