চট্টগ্রামে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’

ফিলিস্তিনের পুণ্য ভূমির মর্যাদা রক্ষা করা আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব : আল্লামা আনোয়ার হোসাইন

| রবিবার , ৪ মে, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতীব ও ইসলামীক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নরস, আওলাদে রাসূল (.) আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের আল জাবেরী আলমাদানী বলেছেন, ইহুদিবাদীরা এখন পর্যন্ত ৫০ হাজারেরও অধিক ফিলিস্তিন নাগরিককে হত্যা করেছে। এখনো তারা বর্বরতা চালাচ্ছে। তারা মনে করে ফিলিস্তিনের মুসলমানরা নিরীহ, তারা নিরীহ নয়, তাদের পাশে রয়েছে বিশ্বের ২০০ কোটি মুসলমান। তিনি বলেন, ইহুদিদের সকল পণ্য বর্জন করুন। এছাড়া আমরা হিন্দুস্থানেরও কোনো পণ্য গ্রহণ করব না। তাদের সব পণ্য আমাদের বর্জন করতে হবে। ফিলিস্তিনের পুণ্য ভূমির প্রতিটি ইঞ্চির মর্যাদা রক্ষা করা আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব।

গতকাল শনিবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে চট্টগ্রামে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’ এর মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রোভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ। সভাপতিত্ব করেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান। ওলামা মাশায়েখ পরিষদের সদস্য মাওলানা মোহসিন আল হোসাইনীর সঞ্চালনায় সমাবেশে উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা মমতাজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বায়তুশ শরফের রাহবার আবদুল হাই নদভী, . এবিএম মফিজুর রহমান আজহারী, অধ্যক্ষ মাওলানা আ ছ ম সলিমুল্লাহ, মাওলানা আহমদুর রহমান নদভী, মাওলানা আবু হানিফা মুহাম্মদ নোমান, মাওলানা মামুনুর রশীদ নুরী, মাওলানা মুনিরুল ইসলাম রফিক, মাওলানা মিয়া মোহাম্মদ হোসাইন শরীফ, সমিলা সিরাজ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাছান, মাওলানা সলিমুল্লাহ হাবিবী ও মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক।

সমাবেশ শেষে এক প্রতিবাদ মিছিল আন্দরকিল্লা থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জমিয়তুল ফালাহ জামে মসজিদ উত্তর গেইটে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সভাপতির বক্তব্যে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর ড. অধ্যক্ষ মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান বলেন, চট্টগ্রাম ইসলামের প্রবেশদ্বার। অতীতের যেকোনো আন্দোলনে চট্টগ্রামবাসী সবসময় সোচ্চার ভূমিকা পালন করেছে। আজও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে মানুষ এখানে সমবেত হয়েছে। তিনি বলেন, একদিন এমন সময় আসবে, পৃথিবীর মানচিত্রে ইহুদিবাদীদের কোনো চিহ্ন থাকবে না। তারা পালানোর সুযোগও পাবে না। সমাবেশে তিনি ১৯ দফা লিখিত ঘোষণাপত্র তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ২শ বার সাপের ছোবল খাওয়া ব্যক্তির রক্ত থেকে তৈরি হচ্ছে অ্যান্টিভেনম
পরবর্তী নিবন্ধরইস উদ্দিনের খুনীদের গ্রেপ্তার করা না হলে দেয়া হবে কঠোর কর্মসূচি