দীর্ঘ পথ পরিক্রমায় সন্জীদা খাতুন নিজেকে অতিক্রম করে গেছেন বারেবারে। ভেদাভেদহীন অসামপ্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম ও পথচলা অনুপ্রেরণা জুগিয়ে যায়। সঙ্গীতজ্ঞ সন্জীদা খাতুনের স্মরণানুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
গতকাল রোববার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে ‘মম হৃদয়ে রহো’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম। এতে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি লেখক গবেষক মফিদুল হক, অনুবাদক আলম খোরশেদ, ছায়ানটের সাধারণ সম্পাদক সংগীতশিল্পী লাইসা আহমেদ লিসা ও পরিষদের চট্টগ্রামের সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। অনির্বাণ ভট্টাচার্যের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের চট্টগ্রামের সাধারণ সম্পাদক শ্রেয়সী রায়। মফিদুল হক বলেন, সন্জীদা খাতুন সবসময় আত্মার মুক্তি খুঁজেছেন, সমাজের মুক্তি খুঁজেছেন। সন্জীদা খাতুন বেঁচে থাকবেন তার অগণিত শিষ্য, তার সৃষ্টি রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ ও ছায়ানট কিংবা বাঙালির অসামপ্রদায়িক চেতনার মধ্যে।