চট্টগ্রামে সংস্কৃতি কর্মীদের প্রতিবাদী পদযাত্রা

| বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৪৮ পূর্বাহ্ণ

জেগে ওঠে শিহরণে কণ্ঠের সুর তাল’ এই শিরোনামে চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীরা সাংস্কৃতিক পদযাত্রায় সামিল হয় গতকাল বুধবার। কোটা সংস্কার আন্দোলনে নিহত ছাত্রজনতাদের স্মরণে সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে প্রতিবাদী এ সাংস্কৃতিক পদযাত্রা অনুষ্ঠিত হয় নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে চট্টগ্রাম প্রেস ক্লাব পর্যন্ত। বিভিন্ন সংগঠনের সঙ্গীত, চারুকলা, আবৃত্তি, নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের সাথে একাত্ম হন শিক্ষক, পেশাজীবী, অভিভাবক ও সাধারণ মানুষ।

প্রতিবাদী এ পদযাত্রায় সামিল সকলের উদাত্ত কণ্ঠে সঙ্গীত পরিবেশনার সাথে শোক প্রকাশের পাশাপাশি দাবি ছিল প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের। ‘বিচারপতি তোমার বিচার করবে যারা’, ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘পথে এবার নামো সাথী’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘পথে এবার নামো সাথী’ ইত্যাদি গান সমবেত কন্ঠে পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধনিষ্ঠা ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি বহিষ্কৃত
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু শিল্পজোন থেকে আহত মায়া হরিণ উদ্ধার