চট্টগ্রামে শেষ হলো ট্রেইল হাফ ম্যারাথন

| সোমবার , ১৪ নভেম্বর, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

রান বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং অদম্য আগামীর সহযোগিতায় আয়োজিত ট্রেইল হাফ ম্যারাথন প্রতিযোগিতা গত শনিবার সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের তারাখোলাতে সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতার ১০ কিলোমিটার ক্যাটাগরীতে ছেলেদের বিভাগে শেখ নাহিদ উদ্দিন প্রথম স্থান অধিকার করে। রাকিব হাসান দ্বিতীয় এবং সিজাদ মাহমদু তৃতীয় স্থান অধিকার করে। মেয়েদের বিভাগে রেজওয়ানা পারভীন প্রথম, স্লোভাকিয়ার এলেঙজেন্ড্রা উরবানিকোভা দ্বিতীয় এবং সায়মা আক্তার তৃতীয় স্থান লাভ করে। ২১.১ কিলোমিটার ক্যাটাগরীতে ছেলেদের বিভাগে সাজ্জাদ হোসেন স্নিগ্ধ প্রথম, আব্দুল রহিম দ্বিতীয় এবং মাহাবুব হাসান তৃতীয় স্থান লাভ করে। মেয়েদের বিভাগে কানাডার রায়হা ইভান্স প্রথম, মৌসুমী আক্তার এপি দ্বিতীয় এবং ইয়াসমিন লিসা তৃতীয় স্থান লাভ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম । প্রতিযোগিতার ১০ কিলোমিটার এবং ২১ কিলোমিটার এই দুই ক্যাটাগরীতে ১৩০ জন প্রতিযোগী অংশ গ্রহন করে। যেখানে ১৬ জন ছিল মহিলা। বাংলাদেশ ছাড়াও কানাডা, মালয়েশিয়া, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং স্লোভাকিয়ার প্রতিযোগী রয়েছে। এই আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলো ফিনলে টি। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্টান কো স্পন্সর হিসেবে ভুমিকা পালন করে। পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অদম্য আগামীর সভাপতি তারেক জুয়েল, রান বাংলাদেশ এর সাজনান মোহাম্মদ, রেস কো-অর্ডিনেটর আশেক চৌধুরী এবং সাজিদুল হক।

পূর্ববর্তী নিবন্ধআফ্রিদির ইনজুরি পিছিয়ে দিয়েছে পাকিস্তানকে : বাবর আজম
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ জিতে গর্বিত বাটলার