চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং

| রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মার্কেন্টাইল ব্যাংকের টাউন হল মিটিং গতকাল শনিবার চট্টগ্রাম ক্লাবের ব্যাঙ্কুয়েট হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি খেলাপি ঋণ আদায়, ভবিষ্যত পরিকল্পনা, আমানত ও ঋণ এবং সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ জাকির হোসাইন, আদিল রায়হান, শামীম আহম্মদ, অসিম কুমার সাহা ও ড. মোঃ জাহিদ হোসাইন, সিএফও ড. তাপস চন্দ্র পাল, এসইভিপি মোহাম্মদ ইকবাল রেজওয়ান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ইভিপি ও চট্টগ্রাম জোনাল হেড মেজবাহ উদ্দীন আহমেদ। অনুষ্ঠানে চট্টগ্রাম ও কুমিল্লানোয়াখালী অঞ্চলের ৫৮টি শাখা ও উপশাখার প্রধান, সকল নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোটারি ক্লাব চিটাগাং এরিস্টোক্রেটে রিপসা টিমের অফিসিয়াল ভিজিট
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার