চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রীর মৃত্যু, আহত ৪

| সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ at ১১:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের চকবাজার থানাধীন বলুয়ার দীঘির পাড় এলাকায় জাফর সওদাগর কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় একই পরিবারের দুইজনসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন মো. ইলিয়াস (৫৫) এবং তার স্ত্রী রোকেয়া বেগম (৩৮)। স্থানীয়রা জানান, ইলিয়াস পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন এবং তার স্ত্রী গৃহিণী। রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়, যা মাত্র ৫ মিনিটের মধ্যে পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। আগুনে ৯টি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, তাদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে স্থানীয় বাসিন্দাদের সহায়তা সত্ত্বেও তা দ্রুত ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক ত্রুটিকেই দায়ী করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে এবং দগ্ধ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধ৭ বছরের সাজা থেকে বাঁচতে ৭ বছর পলাতক, অবশেষে ধরা