চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা থেকে একটি বিষধর গ্রিণ পিট ভাইপার উদ্ধার করেছে স্নেক রেসকিউ টিমের সদস্য সামুন।
রবিবার (২৩ জুন) উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল এলাকা থেকে সাপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, উল্লেখিত স্থানে একটি স্যানিটারি দোকানের পাশে সাপটি দেখতে পেয়ে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য সামুনকে খবর দিলে তিনি ঘটনাস্থলে গিয়ে সুকৌশলে সাপটিকে উদ্ধার করে জারে ভরে নিজের নিয়ন্ত্রণে নেন।
জানতে চাইলে তিনি রাত ৯ টার দিকে দৈনিক আজাদীকে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের রোষানল থেকে সাপটিকে রক্ষা করে উদ্ধার করে নিই।
উপস্থিত জনগণ মনে করেছিলেন এই সাপটি রাসেল ভাইপার। তাই তারা এটিকে অতি বিপদজনক ভেবে মেরে ফেলতে চেয়েছিলেন। তবে সঠিক সময়ে আমি ঘটনাস্থলে পৌঁছাতে পারায় সাপটিকে রেসকিউ করতে পেরেছি।
বর্তমানে সাপটি আমার হেফাজতে আছে। কাল সকালের দিকে স্থানীয় বনবিভাগের সাথে যোগাযোগ করে সাপটিকে নিরাপদ জায়গায় অবমুক্ত করা হবে বলেও জানান তিনি।
জানতে চাইলে হাটহাজারী বনবিভাগের রেইঞ্জার সাইফুল রাত ৯ টার দিকে দৈনিক আজাদীকে জানান, এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ আমার সাথে যোগাযোগ করেননি। তবে তারা বনবিভাগের অন্য কারো সাথে যোগাযোগ করছেন কিনা তা আমার জানা নেই।