বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাই কোর্ট বিভাগের বিচারপতি মো. বজলুর রহমানের সাথে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা গতকাল আইনজীবী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুস সাত্তার।
বিচারপতি মো. বজলুর রহমান বলেন, চট্টগ্রামে বার ও বেঞ্চের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখে আমি সত্যি অভিভূত। বিচারক ও বিজ্ঞ আইনজীবীদের মধ্যে যে আন্তরিক ও বিচারিক সুলভ সুসম্পর্ক বজায় রয়েছে তা পারস্পরিক সম্মানের মাধ্যমে অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস। জনগণের ন্যায়বিচার প্রাপ্তিতে উক্ত রূপ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, আদালত এলাকায় বিচারক ও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন কাঠামোগত সুযোগ–সুবিধা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা রয়েছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার ও সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ হাসান আলী চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সহ–সাধারণ সম্পাদক মো. ফজলুল বারী।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামে কর্মরত সকল বিচারকবৃন্দ এবং কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহসভাপতি কাজী মোহাম্মদ সিরাজ, সহসভাপতি আলমগীর মোহাম্মদ ইউনুছ, অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক আশরাফি বিনতে মোতালেব, ক্রীড়া সম্পাদক মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল জব্বার, কার্যনির্বাহী সদস্য এহছান উল্লাহ মানিক, আছমা খানম, হেলাল উদ্দিন, মেজবাহ উল আলম, মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী, মো. রুবায়েতুল করিম, মো. সাহেদ হোসেন, মোহাম্মদ মোরশেদ ও সাজ্জাদ কামরুল হোসেন।