চট্টগ্রামে পৃথক মোটরসাইকে দুর্ঘটনায় দুই বাইক আরোহী ও এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার লিংক রোডের আকমল আলী পয়েন্ট ও ফৌজদারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইপিজেড থানা পুলিশ জানায়, রিং রোডে বেপরোয়া বাইকের ধাক্কায় শাহজাহান (৪৮) নামের এক পথচারী নিহত হয়। সন্ধ্যা ৭:০০ টায় আকমল আলী লিংক রোডের কিনারায় হাঁটার সময় বেপরোয়া বাইকের ধাক্কায় গুরুত্বর আহত হলে তাকে মেডিক্যাল নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। নিহত শাহজাহানের বাড়ি ইপিজেড থানার কাজী গলি এলাকায়।
এ ঘটনায় ঘাতকরা বাইকটি ফেলে পালিয়ে যায়। বাইকটি থানার হেফাজতে রয়েছে। তবে এখনো ঘাতকদের আটক করা সম্ভব হয়নি।
এদিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট টোল রোড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে এগারটার দিকে চিটাগাং ফিলিং স্টেশনের বিপরীতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি হালিশহর থানা পুলিশ। তাদের লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা দৈনিক আজাদীকে নিশ্চিত করে হালিশহর থানার ওসি জাকির হোসেন বলেন, আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।