বিপুল পরিমাণ ফেন্সিডিল এবং বিদেশী মদ উদ্ধারসহ ৪ জনকে আটক করেছে র্যাব ৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
রোববার (৪ জানুয়ারি) দুপুরের দিকে র্যাব ৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এরআগে গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় পৃথক ২টি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো. সাইফুল ইসলাম ওরপে পিচ্চি সোহেল (৩২), মো. শহীদুল ইসলাম (২৪), মো. সুজা উদ্দীন (২৪) ও মো. হাবিবুর রহমান (৩৭)।
র্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার আজাদীকে বলেন, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চোরাচালানের মাধ্যমে সাগরপথে মায়ানমার হতে আমদানি নিষিদ্ধ বিয়ার সংগ্রহ পূর্বক পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।