জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরী সাগরিকা শাখার উদ্যোগে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে চট্টগ্রামের সি.আর.বি এলাকায় এ আয়োজন সম্পন্ন হয়। “মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত”– এ শ্লোগানকে ধারণ করে আয়োজিত ম্যারাথনটি নগরীর টাইগারপাস থেকে শুরু হয়ে কাজির দেউরি মোড় ঘুরে সি.আর.বি’র সিরিজ তলায় এসে শেষ হয়। শাখা পরিচালক আব্দুল হালিমের পরিচালনায় এবং সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আদনানের আহ্বানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শাখার খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক কাজী জাহিদ হাসান। অনুষ্ঠানে অতিথি ছিলেন ফুলকুঁড়ি কেন্দ্রীয় আসরের সিএসডি সম্পাদক ইমরান জাবির, শাখার খেলাধুলা ও ব্যায়াম উপদেষ্টা জহির আহমেদ পলাশ এবং প্রাক্তন সংগঠক আকন্দ হাসান, ইমতিয়াজ ইমু, শোয়াইব প্রমুখ। ম্যারাথন শেষে ফুলকুঁড়িদের নিয়ে সি.আর.বি’তে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে ৪টি ইভেন্টে মোট ৯ জন বিজয়ী ফুলকুঁড়িকে পুরস্কৃত করা হয়।