চট্টগ্রামে ফুটবল খেলতে গিয়ে হিট স্ট্রোকে প্রাণ গেল কিশোরের

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৯:৫০ অপরাহ্ণ

সীতাকুণ্ডে ফুটবল খেলতে গিয়ে অতিরিক্ত গরমে প্রাণ গেল সাকিব (২০) নামের এক কিশোরের। আজ শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাকিব অন্যান্য দিনের মত মুরাদপুর ইউনিয়নের সিরাজ ভূঁইয়া রাস্তার মাথা এলাকার গ্রামের একটি মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায়। কিন্তু ওই সময় অতিরিক্ত গরম পড়ছিল তখন। এক প্রর্যায়ে সে খেলারত অবস্থায় মাঠেই অজ্ঞান হয়ে পড়ে।

এ সময় তার সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাকিব মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া গ্রামের মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে। তার অকাল মৃত্যুতে সহপাটি ও এলাকাবাসিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এদিকে সাকিবের নিহতের খবর শুনে তার স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ অনেকটা ভাড়ি হয়ে উঠে। অপরদিকে ওই গ্রামের বাসিন্দা মোঃ সাহেদের কাছে জানতে চাইলে তিনি জানায়, সাকিব অনেক ভাল ছেলে। তারা এক ভাই ও এক বোন। তার মধ্যে সাকিব বড়। ছোট বোন সীতাকুণ্ড পৌরসভাস্থ ফকিরহাট এলাকায় অবস্থিত সাদেক মস্তান (রঃ) উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে অধ্যয়নরত।

এদিন বাদ-আসর তার জানাজা শেষে এলাকার গ্রামের কবরস্থানে তাকে দাপন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধফিরিঙ্গী বাজারে মাছ বাজারে দুইজনকে লরির চাপা
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে জায়গা নিয়ে বিরোধ, একজনকে পিটিয়ে হত্যা!