চট্টগ্রামে ফিরেছেন এভারেস্ট জয়ী বাবর আলী

| মঙ্গলবার , ২৮ মে, ২০২৪ at ১১:১১ অপরাহ্ণ

এভারেস্ট জয় করে দেশে ফিরেছেন বাবর আলী। প্রায় ১১ বছর পর ষষ্ঠ বাংলাদেশী হিসেবে এভারেস্ট জয় করেন তিনি। এভারেস্ট ও লোৎসে জয় করা একমাত্র বাংলাদেশী বাবর।

আজ রাত ৯ টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পৌঁছান বাবর আলী।

বিমানবন্দরে বাবর আলীকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানায় সাধারণ মানুষ। এ সময় ছেলেকে ঘরে ফিরিয়ে নিতে বাবর আলীর মা-বাবাও এসেছিলেন।

এসময় বাবর আলী গণমাধ্যমকে বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সুস্থ শরীরে দেশে ফিরেছি। আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি দেশের হয়ে এই অর্জন করতে পেরে আমি খুশি।

এর আগে, চলতি বছরের ১ এপ্রিল নেপালের উদ্দেশে দেশ ছাড়েন বাবর আলী। পর্বতারোহণের প্রয়োজনীয় অনুমতি ও নানা সরঞ্জাম কেনার কাজ শেষ করে নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে লুকলার উদ্দেশ্যে রওনা দেন তিনি। সেখানে অবস্থান করেন সপ্তাহখানেক। ট্রেকিং পর্ব শেষ করে পৌঁছান এভারেস্টের বেস ক্যাম্পে। মূল অভিযান শুরু হয় এখান থেকেই। পর্বতের চূড়ায় উঠতে সাধারণত বেশ কয়েকদিন সময় লাগে।

উল্লেখ্য, এমবিবিএস পাস করা বাবর পেশা হিসেবে ডাক্তারিতে থিতু হননি। পড়াশোনা করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে। চাকরি ছেড়ে দেশ-বিদেশ ঘোরার কর্মযজ্ঞ শুরু করেন তিনি। সাইক্লিংয়েও রয়েছে বাবরের আলাদা আগ্রহ।

পূর্ববর্তী নিবন্ধকাল উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন
পরবর্তী নিবন্ধঈদুল আজহা : ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২ জুন