চট্টগ্রামে প্রস্তুত ২৯০ মেডিকেল টিম

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৫ অক্টোবর, ২০২৩ at ৮:০৩ পূর্বাহ্ণ

প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় ২৯০টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে খোলা হয়েছে কন্ট্রোলরুম। বাতিল করা হয়েছে জেলা উপজেলার স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা কর্মচারীর ছুটি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ১৫টি উপজেলার ২০০টি ইউনিয়নের ২০০টি মেডিকেল টিম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫টি করে ৭৫টি টিম, ৯টি আরবান ডিসপেনসারিতে ৯টি মেডিকেল টিম, স্কুল হেলথ ক্লিনিকে ১টি মেডিকেল টিম, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫টি মেডিকেল টিমসহ ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রাম জেলায় ২৯০টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড়কালীন এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা দিতে টিমগুলো প্রস্তুত থাকবে। কন্ট্রোল রুম চালু করা হয়েছে। তাছাড়া দুর্যোগ মোকাবিলায় জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। দুর্যোগ মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি। চট্টগ্রাম জেলা স্বাস্থ্য বিভাগের কন্ট্রোল রুমের টেলিফোন নং ০২৩৩৩৩৫৪৮৪৩।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার রেললাইনে ট্রায়াল রান ২ নভেম্বর
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় টানেল উৎসব আজ থেকে