চট্টগ্রামে ‘প্রবীণ নাগরিক সম্মাননা’ প্রদান

| রবিবার , ৫ অক্টোবর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণ নাগরিক ফোরাম চট্টগ্রামের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবে এক বিশেষ অনুষ্ঠানে ‘প্রবীণ নাগরিক সম্মাননা’ প্রদান করা হয়। এ বছর সম্মাননা প্রাপ্তরা হলেন প্রফেসর ড. মোহাম্মদ হাবিব উল্লাহ, প্রফেসর ড. মো. গোফরানুল হক এবং স্বপন কুমার গুহ। সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার এনামুল বাকী এবং সমন্বয়ক ছিলেন সম্পাদক মুশফিক হোসাইন। বক্তব্য রাখেন প্রফেসর মোহাম্মদ মনসুর উদ্দীন আহমদ, প্রফেসর ড. রণজিৎ কুমার চৌধুরী, চা বিশেষজ্ঞ আমিনুর রশীদ কাদেরী, শিল্পী ইকবাল হায়দার, দীপক দত্ত, সাইফুদ্দীন আহমেদ, নাসরিন সুলতানা খানম, গোলাম নেওয়াজ বাবুল, কেফায়েত উল্লাহ কায়সার, সৈয়দ মোহাম্মদ জুলকারনাইন, মো. আবু জাফর আজাদ, অধ্যাপক মাহবুব আলম এবং মোরশেদুল আলম কাদেরী প্রমুখ।সভায় বক্তারা প্রবীণ নাগরিকদের মর্যাদাপূর্ণ ও আনন্দময় জীবন নিশ্চিত করতে সরকারিবেসরকারি উদ্যোগ, স্বাস্থ্যসেবা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূমি রেজিস্ট্রেশনে বিদ্যমান সমস্যা নিরসনে পদক্ষেপ গ্রহণ করা হবে
পরবর্তী নিবন্ধজুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে