চট্টগ্রামে প্রথমবারের মত বসতে যাচ্ছে মহিলা ফুটসাল ফুটবলের আসর

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২১ মে, ২০২৪ at ৯:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে প্রথমবারের মত আয়োজিত হতে যাচ্ছে নারী গোল্ডকাপ ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। আলহাজ্ব মো. নাসির উদ্দিন ফাউন্ডেশনের উদ্যেগে প্রথম বারের মতো আমেনা খাতুন স্মৃতি নারি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১ জুন ও জুন আগ্রাবাদ বেপারি পাড়াস্থ এনএইচটি স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। চট্টগ্রামে ইতোপূর্বে কোন নারী ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়নি। তাই আয়োজকর াবলছেন এই টুর্নামেন্টে আয়োজনের মাধ্যমে নারীদের ফুটবলে কতটা সাড়া মেলে তা পরীক্ষা করা হবে। এরপর আরো বড় আসর আয়োজন করা হবে। এবারের নারী ফুটসাল ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে চারটি দল। দল চারটি হচ্ছে ঢাকা, কিশোরগঞ্জ, বান্দরবান এবং স্বাগতিক চট্টগ্রাম। দুই দিনের এই টুর্নামেন্ট সফল হবে বলেও আশা করছেন আয়োজকনা। যেহেতু এই টুর্নামেন্ট নারীদের তাই এই টুর্নামেন্ট পরিচালণার জন্য নারীদের নিয়ে একটি টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মেহনাজ বিলকিস । হুমাইরা তাবাসসুম রাহি সহ সভাপতি, সাহিদা সুলতানাকে করা হয়েছে টুর্নামেন্ট কো অরডিনেটর। এছাড়া কমিটির সদস্য করা হয়েছে কুলসুমা বেগম, পাপিয়া দত্ত, ফাহিমা আকতার আরাবিয়া এবং ফারিয়া তারান্নুমকে। প্রথমবারের মত আয়োজিত এই নারী ফুটসাল ফুটবল টুর্নার্নামেন্টকে সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজক কমিটি।

পূর্ববর্তী নিবন্ধএইচপি ইউনিটের ক্যাম্প আজ শুরু
পরবর্তী নিবন্ধমোহামেডান এখন নখ দন্তহীন সার্কাসের বাঘ